পদ্মা-যমুনার তীব্র স্রোতে ভোগান্তিতে পড়েছেন দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২৩টি জেলার যাত্রীরা।
সোমবার সকালে পাটুরিয়া ঘাটে ৫শ’র বেশি ও দৌলতদিয়া ঘাটে ৪শ’র বেশি গাড়ি ফেরি পারের অপেক্ষায় ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে গাড়ির চাপ।
পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে গেলো এক সপ্তাহেরও বেশি সময় ধরে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। দৌলতদিয়া অংশের তিন নম্বর ঘাট বন্ধ থাকায় দুর্ভোগ আরো বেড়েছে।
অপরদিকে পদ্মা নদীতে তীব্র স্রোতের কারণে মাদারীপুরের কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। ১৭টি ফেরির মধ্যে নিয়মিত চলাচল করছে ৯টি।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, ৪ নং ফেরিঘাটের সংশ্লিষ্ট সড়ক মেরামতের জন্য আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। সড়ক মেরামতের কাজ শেষ হলে কর্তৃপক্ষ এটি সচল করার ব্যবস্থা করবেন।
ফেরি সেক্টর বিআইডব্লিউটিসি আরিচা আঞ্চলিক অফিস সূত্রে জানা গেছে, বহরের ছোট-বড় ১৭টি ফেরির মধ্যে ৪টি যান্ত্রিক ত্রুটির কারণে সাময়িক বন্ধ থাকলেও ১৩টি ফেরি যানবাহন পারাপারে নিয়োজিত রয়েছে।
ফেরিগুলো দীর্ঘদিনের পুরাতন হওয়ায় স্রোত ও ঢেউ এড়িয়ে চলাচল করতে গিয়ে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে বলেও জানা গেছে।
এছাড়া স্রোতের বিপরীতে ফেরি চলাচলে স্বাভাবিক সময়ের চাইতে দ্বিগুণ সময় ব্যয় হওয়ায় ফেরির ট্রিপ সংখ্যা কম হচ্ছে। এতে ফেরি পারাপারের জন্য অপেক্ষমাণ যানবাহনের সংখ্যা ক্রমশ বেড়ে ঘাটে যাত্রী সাধারণের ভোগান্তি বাড়ছে।
কে/এমকে